ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

খাগড়াছড়িতে রিছাং ঝরনায় ডুবে কিশোরের মৃত্যু

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৪৪, ১৮ অক্টোবর ২০২৪
খাগড়াছড়িতে রিছাং ঝরনায় ডুবে কিশোরের মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙার রিছাং ঝরনায় গোসল করতে নেমে রাকিব হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া রাকিব খাগড়াছড়ি সদরের আনন্দ অফিস এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে খাগড়াছড়ি কলজিয়েট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাটিরাঙা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শরীফ জানান, শুক্রবার দুপুরে চার বন্ধু মিলে গোসল করতে নামে রিছাং ঝরনায়। এসময় রাকিব নিখোঁজ হয়। খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে চেষ্টা করে। তারা ব্যর্থ হলে হলে রাঙ্গামাটি থেকে ডুবুরি দল আনা হয়। তারা বিকেল রাকিবের মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন:

রুপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়