ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

সাকিবকে দেশে না ফিরতে অনুরোধ করা হয়েছিল: ক্রীড়া উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:২১, ১৯ অক্টোবর ২০২৪
সাকিবকে দেশে না ফিরতে অনুরোধ করা হয়েছিল: ক্রীড়া উপদেষ্টা 

বিশৃঙ্খলা যেন না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই সাকিব আল হাসানকে দেশে না ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘সাকিব ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার প্রতি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তাই অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয়, সে বিষয়টি বিবেচনা করে এমন অনুরোধ জানানো হয়েছিল।’ 

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ব্যবসায়ী, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন দপ্তর ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগকে (বিপিএল) সামনে রেখে ঢাকা-চট্টগ্রামসহ দেশের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই খাতে ৩১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’ 

সভায় ব্যবসায়ীরা আমদানি- রপ্তানি খাতের বিভিন্ন সমস্যা, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়