চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে সিএমপি ঘেরাও
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
গভীর রাতে চট্টগ্রাম নগরীতে ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা। পরে তারা সেখান থেকে চলে যান।
এর আগে, আজ দুপুর ৩টার দিকে চট্টগ্রাম নগরের জামালখানে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের জামালখানে গতকাল শুক্রবার দিবাগত রাতে ছাত্রলীগের ৫০-৬০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। এই মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমাবেশে বলেন, ‘যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, গুম করেছে- তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আমরা শিক্ষার্থীরা এই চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগসহ স্বৈরাচারের সব দোসর সংগঠনকে নিষিদ্ধ করছি।’
রেজাউল/মাসুদ