ঢাকা     শনিবার   ১৯ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৩ ১৪৩১

রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৯ অক্টোবর ২০২৪  
রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা

রাজশাহীতে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর রাজশাহী জেলা শাখা এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নিসচার জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমনের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন নিসচার মহাসচিব এসএম আজাদ হোসেন। 

নিসচার জেলা শাখার সভাপতি তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিক, বিআরটিএর রাজশাহী বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভূঞা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন প্রমুখ।

আরো পড়ুন:

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়