ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

চাটমোহরে ভেলা বাইচ শুরু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৩১, ১৯ অক্টোবর ২০২৪
চাটমোহরে ভেলা বাইচ শুরু

নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পাবনার চাটমোহরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ভেলা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার মহেলা গ্রামের কামার বিলে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজসেবক আনোয়ার পারভেজ মধু। রোববার (২০ অক্টোবর) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

আবু বক্কার প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক। বিশেষ অতিথি ছিলেন শাহেদুর রহমান শাহেদ ও মজনুর রহমান মাস্টার।

আরো পড়ুন:

উদ্বোধনী দিনে পাঁচটি ভেলা প্রতিযোগিতায় অংশ নেয়। ভেলাগুলো হলো- খতবাড়ি নিউ বাংলার বাঘ, পাবনা এক্সপ্রেস, বাংলার দুলদুল, মহেলা এক্সপ্রেস ও বারকোনা মায়ের দোয়া। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে বিলের চারপাশে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।  

আয়োজক কমিটির সদস্য ও উদ্বোধক আনোয়ার পারভেজ মধু বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা দিনদিন হারিয়ে যাচ্ছে। বিলাঞ্চলের মানুষের মাঝে ভেলা বাইচ প্রতিযোগিতা অন্যতম আকর্ষণ। প্রতিযোগিতাকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আগামীতেও এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, ‘দলমত নির্বিশেষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি। গ্রামের মানুষ নির্মল আনন্দ উপভোগ করেন। নতুন প্রজন্ম নতুন করে একটি গ্রামীণ খেলার সঙ্গে পরিচিত হতে পারছে। এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় একটি উৎসবের আমেজ বিরাজ করে।’

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়