ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ তিনজনের লাশ নিজ গ্রামে দাফন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২০ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৪৮, ২০ অক্টোবর ২০২৪
মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ তিনজনের লাশ নিজ গ্রামে দাফন

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির লাশ মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ দক্ষিণপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়।

এর আগে, বাড়ির পাশের উঠানে তিনজনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের ঢল নামে।

নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন বাংলাদেশি দগ্ধ হন।

আরো পড়ুন:

এর মধ্যে, রমজানবেগ এলাকার রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলীর (৪২) ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)।

রতন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়