ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে গৃহবধূ খুন 

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২০ অক্টোবর ২০২৪  
চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে গৃহবধূ খুন 

চুয়াডাঙ্গা সদর থানার দৌলতদিয়ার দক্ষিণ পাড়ায় দিনে অঞ্জলি সাহা নামে এক গৃহবধূ নিজ বাড়িতে খুন হয়েছেন।  

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। অঞ্জলি সাহা (৫০) দক্ষিণ পাড়ার সেলুন ব্যবসায়ী গণেশের স্ত্রী। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার (ওসি) ইনচার্জ সেকেন্দার আলী খুনের বিষয়টি নিশ্চিত করেছেন। অঞ্জলির স্বামী গণেশের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গণেশ সকাল ৬ টায় বাড়ি থেকে সেলুনের কাজে চুয়াডাঙ্গা শহরে চলে আসে। সকাল ১০ টায় স্ত্রীর হাসপাতালে যাওয়ার কথা। তবে ১১টার দিকে গণেশের কাছে খবর আসে তার স্ত্রীকে কেবা কারা গলায় চাকু মেরে খুন করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গণেশের বাড়ির প্রধান গেটে তালা দেওয়া। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় প্রধান গেটের তালা ভেঙে প্রবেশ করে দেখে অঞ্জলি সাহাকে তার নিজ শয়ন কক্ষে গলায় চাকু মেরে হত্যা করা হয়েছে। 

ওসি সেকেন্দার আলী জানান, অঞ্জলি সাহা হত্যাকাণ্ডটি রহস্যজনক। ঘটনাটি পুলিশের বিশেষ টিম তদন্ত করে দেখছে।

মামুন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়