ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এইচএসসি

ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২০ অক্টোবর ২০২৪  
ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দাবিতে বরিশালে বিক্ষোভ

ছবি সংগৃহীত

বরিশাল শিক্ষাবোর্ডের অধীন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দাবিতে বিক্ষোভ হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) দুপুরে নগরীর নথুল্লাবাদে শিক্ষাবোর্ডের সামনে অকৃতকার্য পরীক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এসময় বরিশাল শিক্ষাবোর্ডের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখেন তারা। একই সঙ্গে বোর্ড চেয়ারম্যানকে স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করেন।

আরো পড়ুন:

পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একজন সাদিয়া জাহান। তিনি বলেন, ‘বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়েও কীভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস পায়? আমরা ভালো পরীক্ষা দেওয়ার পরও কীভাবে ফলাফল খারাপ আসলো? তাই আমরা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানিয়েছি।’

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। আমি বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি। এ বিষয়ে একমাত্র মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে পারবে।’ 

পলাশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়