ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

নেত্রকোণায় আ.লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২০ অক্টোবর ২০২৪  
নেত্রকোণায় আ.লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

নেত্রকোনার মদন উপজেলায় আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলার আসামি শাহীন মিয়া ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে রোববার (২০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছকে প্রধান আসামি করে  সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার খান এখলাছসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের ১ অক্টোবর আসামিরা দলবদ্ধ হয়ে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের মেহেদী হাসান মিন্টুর দোকানে হামলা চালায়। এ সময় দোকানে ভাংচুর করে মালপত্র লুটপাট করে নিয়ে যায়।

আরো পড়ুন:

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, মেহেদী হাসান মিন্টুর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রেজা/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়