ঢাকা     সোমবার   ২১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৫ ১৪৩১

রাঙামাটিতে গভীর রাতে বন্য হাতির তাণ্ডব

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২১ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:১৮, ২১ অক্টোবর ২০২৪
রাঙামাটিতে গভীর রাতে বন্য হাতির তাণ্ডব

গভীর রাতে বন্য হাতির তাণ্ডবে রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ সার্কেল অফিসের একটি ব্যারাক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, রোববার গভীর রাতে কাপ্তাই পুলিশ সার্কেলের ব্যারাকে ৩টি বন্য হাতি তাণ্ডব চালায়। এসময় একটি হাতি পুলিশ সদস্যের রুমে দরজা ভেঙে ভেতরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে। যদিও সেসময় ওই রুমে কেউ ছিলেন না। 

তিনি আরও বলেন, পরবর্তীতে ঘটনার খবর পেয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে হাতি তাড়ানোর একটি টিম ঘটনাস্থলে এসে হুইসেল বাজিয়ে সেগুলোকে তাড়ানো হয়। 

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন বলেন, হাতিগুলো খাবারের সন্ধানে এ এলাকায় আসতে পারেন।

শংকর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়