ঢাকা     সোমবার   ২১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৫ ১৪৩১

নিষেধাজ্ঞায় ইলিশ শিকার করায় ২ জেলের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২১ অক্টোবর ২০২৪  
নিষেধাজ্ঞায় ইলিশ শিকার করায় ২ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন এ অভিযান পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের ছোটকোল গ্রামের দেলোয়ার জংগীর ছেলে আলামিন জংগী (২৭) ও একই গ্রামের জহর গনির ছেলে বোরহান গনি (২৬)। এ সময় তাদের কাছে থেকে ইলিশ শিকারের কাজে ব্যবহৃত ৫০০ মিটার জাল জব্দ করা হয়। 

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর কবির। তিনি বলেন, রোববার রাতে পদ্মা নদীর শয়তানখালী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

তিনি আরও বলেন, ১৩ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই জেলেকে ১৫ দিন করে জেল ও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, মা ইলিশ রক্ষায় ও জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

তামিম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়