চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় তাহসান (২৭) নামে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানান, নিহত তাহসান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে, সংগঠনটিতে তার কোনো পদ ছিল কিনা এ সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মো. সবেদ আলী জানান, শমসের পাড়া এলাকায় সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
রেজাউল/মাসুদ