ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ম্যাজিস্ট্রেটের পথ আটকে ইটভাটা ভাঙার দাবি 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২১ অক্টোবর ২০২৪  
ম্যাজিস্ট্রেটের পথ আটকে ইটভাটা ভাঙার দাবি 

ম্যাজিস্ট্রেটের পথ আটকে ইটভাটা ভাঙার দাবিতে আন্দোলন করেন এলাকাবাসী

ইটভাটা ভেঙে দেওয়ার দাবিতে চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জে ম্যাজিস্ট্রেটের পথ আটকে আন্দোলন করেছেন এলাকাবাসী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর কলয়াদিয়াড় এলাকায় ঘটনাটি ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, এলাকাবাসী যে দুটি ইটভাটা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন, সেগুলোর বৈধ কাগজ আছে। 

এলাকাবাসী জানান, গত ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেন। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। এরই প্রেক্ষিতে আজ শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় এলাকায় পরিবেশ দূষণ করা অবৈধ ইটভাটা গুড়িয়ে দিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে যথাযথ কাগজ না দেখাতে পারায় স্মার্ট, সনি-১ ও সনি-২ নামে  তিনটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। সেখানে থাকা আরও দুটি ইটভাটার বৈধ কাগজ থাকায়, সেগুলো ভাঙেনি প্রশাসন।

আরো পড়ুন:

কাজ শেষে অফিসে ফেরার সময় ওই দুইটি ইটভাটা ভাঙতে স্থানীয়রা ম্যাজিস্ট্রেটের পথ আটকে দেন এবং সেগুলোকে ভাঙতে আন্দোলন করেন। 

স্থানীয় বাসিন্দা তাসাউর রহমান বলেন, ‌‘আমাদের এলাকায় মোট পাঁচটি ইটভাটা আছে। অবৈধ এসব ইটভাটায় প্রতিনিয়ত বায়ুদূষণ হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে একাধিকবার বলা হয়। আজ ভ্রাম্যমাণ আদালত এসে তিনটি ইটভাটা ভেঙে চলে যাচ্ছিল। এসময় এলাকাবাসী ম্যাজিস্ট্রেটের পথ আটকে দাঁড়ায়। তারা বাকি দুটি ভাটা ভেঙে দিতে আন্দোলন করেন।’ 

পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল। তিনি বলেন, ‘এখানে মোট পাঁচটি ইটভাটা থাকলেও, তিনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি দুটির কাগজপত্র থাকায় ভাটাগুলো ভাঙা হয়নি।’

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, ‘এলাকাবাসী যে দুটি ইটভাটা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন, সেগুলোর বৈধ কাগজ আছে। এজন্য ইটভাটাগুলো ভেঙে দেওয়া হয়নি।’

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়