ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

নীলফামারীতে টাকা ছিনতাই, শোকে বৃদ্ধের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২১ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৪৩, ২১ অক্টোবর ২০২৪
নীলফামারীতে টাকা ছিনতাই, শোকে বৃদ্ধের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ক্ষুদ্রঋণের ২৫ হাজার টাকা ছিনতাই হওয়ার পর সেই শোকে বৃদ্ধ আশরাফ হোসেনের (৬৪) মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে তার কাছ থেকে টাকা ছিনতাই করা হয়। আশরাফ হোসেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে নাজমুল হোসেন জানান, তার বৃদ্ধ মা–বাবা ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ নিয়েছিলেন। আজ দুপুরে সৈয়দপুর ইসলামী ব্যাংক থেকে ঋণের ২৫ হাজার টাকা নিয়ে তারা বের হলে ছিনতাইকারী কয়েকজন ‘বৃদ্ধদের শাড়ি-লুঙ্গি দিচ্ছে’ বলে তাদের পাশের গলিতে নিয়ে যায়। সেখানে ভ্যানের ভাড়া দেওয়ার জন্য তার মাকে টাকা বের করতে বলেন। তিনি টাকা বের করার সময় কৌশলে ঋণের ২৫ হাজার টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় তার বৃদ্ধ বাবা সেখানেই অচেতন হয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
 

আরো পড়ুন:

সিথুন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়