ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

খুলনায় শিক্ষার্থী হাসিব হত্যা মামলায় ২১ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:০৬, ২২ অক্টোবর ২০২৪
খুলনায় শিক্ষার্থী হাসিব হত্যা মামলায় ২১ আসামির যাবজ্জীবন

খুলনার খালিশপুর হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষাথী হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আ. ছালাম মামলাটির রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রোমানা তানহা।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সৈকত, মো. মেহেদী হাসান রাব্বি, স্বেচ্ছাসেবকলীগ নেতা রওশন আনিজি অন্তু, মো. সাজ্জাত হোসেন, ইমদাদুল ইসলাম হৃদয়, মো. আরিফ ওরফে চোরা আরিফ, মো. মুন্না, রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু, মো. সাইফুল, মো. মোস্তাক আহমেদ, মিঠাই হৃদয়, মো. ফাহিম ওরফে কালা ফাহিম, রুবেল, মো. মিজানুর রহমান, সবুজ, মো. ফয়েজুর রহমান আরাফাত, আশিকুর রহমান মোল্লা, রাব্বি ওরফে নাটা রাব্বি, ইয়াসির রাব্বি ওরফে জুয়েল ওরফে নাটা জুয়েল, মো. সাকিব শেখ ও নাঈমুর রহমান ফাহিম। 

আরো পড়ুন:

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- মো. তুষার, রায়হান, রুনু হওলাদার, নাইম বাবু ওরফে পয়েন্ট বাবু, সালমান।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ আগস্ট হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর ২৭ জন আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তার মধ্যে একজন শিশু ছিলো। সে আগেই আদালত থেকে বেকসুর খালাস পায়। 

নিহত হাসিবুর রহমান হাসিবের বাবা হাবিবুর রহমান বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট না। ভেবেছিলাম কয়েকজন আসামির ফাঁসি হবে। আমরা হাইকোর্টে আবেদন করবো।’

আদালতের এপিপি রোমানা তানহা বলেন, ‘আদালত অবশ্যই সম্পূর্ণ বিচার করেই রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট নয়। আমরা কাগজপত্র তুলবো। মামলার বাদীর সঙ্গে কথা বলে হাইকোর্টে আবেদন করবো।’

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়