ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২২ অক্টোবর ২০২৪  
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধার মাদক মামলায় সোহাগ মিয়া (২১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। সেইসাথে নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ রায় দেন। 

সোহাগ মিয়া গাইবান্ধা শহরের মহুরি পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩০ জুন শহরের গোডাউন রোড থেকে হেরোইন বেচা-কেনার সময় গাইবান্ধা সদর থানার একটি টিম অভিযান চালিয়ে সোহাগ মিয়া নামের ওই যুবককে ১১১.৫ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ মিয়া ও বাবু মিয়া নামে আরো একজনকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত সোহাগ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল এবং অপর আসামি বাবুকে বেকসুর খালাস দিয়েছেন।

লুমেন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়