ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভারতে যাওয়ার সময় শ্বশুর-জামাই গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২২ অক্টোবর ২০২৪  
ভারতে যাওয়ার সময় শ্বশুর-জামাই গ্রেপ্তার 

ইমেগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার কুমার বড়ুয়া (বায়ে) এবং প্রণব কান্তি বড়ুয়া

চট্টগ্রামের রাউজান উপজেলার সুকুমার বড়ুয়া (৭৪) ও প্রণব কান্তি বড়ুয়াকে (৫৩) আখাউড়া স্থলবন্দরে ইমেগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। তারা সম্পর্কে শ্বশুর ও জামাই।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রেপ্তার করে বিকেলে থানা পুলিশে সোপর্দ করেছে। 

গ্রেপ্তার সুকুমার বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাংবাদিক প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য।

আরো পড়ুন:

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খাইরুল আলম জানান, গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে মামলা আছে। সেটি নিশ্চিত হয়ে তাদের আখাউড়া থানা পুলিশে তুলে দেওয়া হয়েছে। 
 

রুবেল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়