ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২২ অক্টোবর ২০২৪  
চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বজ্রপাতে রোকসানা আক্তার (১৬) নামে কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামে বজ্রপাতে তার মৃত্যু হয়।

রোকসানা ওই এলাকার জাকের আহমদের মেয়ে।

সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন বলেন, সন্ধ্যার দিকে রোকসানা বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, বজ্রপাতে কিশোরীর মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
 

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়