ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

খুলনায় ডেঙ্গুতে ২ মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ২২ অক্টোবর ২০২৪  
খুলনায় ডেঙ্গুতে ২ মৃত্যু 

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

মারা যাওয়ারা হলেন- জেলার তেরখাদা উপজেলার আরজিনা (৩৫) ও বরিশালের ভান্ডারিয়া এলাকার লাভলু (৬৫)। এর আগে, গত ৬ অক্টোবর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়।

আরএমও ডা. সুহাষ রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫০০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭৯ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনকে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়