ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৩ অক্টোবর ২০২৪   আপডেট: ০৮:৫৩, ২৩ অক্টোবর ২০২৪
চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ফটো

চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মনির মিয়াজী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে শহরের বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন পাসপোর্ট কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির মিয়াজী বাবুরহাট এলাকার মৃত বিল্লাল মিজির ছেলে ও বাবুরহাট বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মান্নান মাল বলেন, বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল পাসপোর্ট কার্যালয়ের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর একজন ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুন:

বাবুরহাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী চন্দন দে বলেন, সড়ক দুর্ঘটনায় মুদি ব্যবসায়ী মনির মিয়াজী মারা গেছেন। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয় জনতা। মনিরের সঙ্গে তার দুই বন্ধু ছিলেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অমরেশ/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়