ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন অস্ত্র কারবারি আটক

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৩ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:৪৯, ২৩ অক্টোবর ২০২৪
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন অস্ত্র কারবারি আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে তিন অস্ত্র কারবারিকে আটক করেছে যৌথ বাহিনীর একটি দল। এ সময় তাদের দেওয়া তথ্য অনুসারে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে স্টেডিয়াম পাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল রাতে তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) ও মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

আরো পড়ুন:

মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। এ সময় তারা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে অস্ত্র বিক্রি করেছেন বলে স্বীকার করেন। পরে আটককৃতদের নিয়ে বুধবার ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে আলিফের সন্ধান না মিললেও অস্ত্র উদ্ধার করা হয়।

ফারুক/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়