ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র খোকন গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৩ অক্টোবর ২০২৪  
হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র খোকন গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে হোসেনপুর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আব্দুল কাইয়ুম খোকন টানা দুইবার হোসেনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য।

রুমন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়