ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সাবেক এমপি দবিরুলের রিমান্ড-জামিন নামঞ্জুর 

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:৫১, ২৩ অক্টোবর ২০২৪
সাবেক এমপি দবিরুলের রিমান্ড-জামিন নামঞ্জুর 

ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৩ অক্টোবর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক রাজিব কুমার এর আদালতে তোলা হলে এ আদেশ দেয়া হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী জয়নাল আবেদিন বলেন, আমার কাছে মনে হয়েছে এটি সন্তোষজনক আদেশ নয়। সাবেক এমপির যে অপকর্ম, মামলার তদন্তের জন্য এবং অজ্ঞাতনামা আসামির জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করার দরকার ছিল। 

তিনি আরও বলেন, এ আদেশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে আমরা জজ কোর্টে যাবো। রিমান্ড আবেদন মঞ্জুর হলে আমরা ন্যায় বিচার পাবো বলে মনে করছি। 

চাঁদাবাজির অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সাবেক এমপি দবিরুলকে প্রধান আসামি করে মামলা করেন হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তি। এ মামলায় অজ্ঞাত আরও একাধিক আসামি রয়েছে। 

মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার কাছে মামলার যাবতীয় প্রমাণ রয়েছে। আশা করি আমি ন্যায় বিচার পাবো। 

গত ২ অক্টোবর দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের বিচারিক রহিমা খাতুনের মুখোমুখি করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন দবিরুল ইসলাম। তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালের সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। সিপিবি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে একই আসনে লড়ে জয়ী হন তিনি।

হিমেল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়