ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মেয়ের বাড়ি বেড়ানো শেষে ফেরার পথে ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৩ অক্টোবর ২০২৪  
মেয়ের বাড়ি বেড়ানো শেষে ফেরার পথে ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর সীমান্ত থেকে মনিকা রায় (৫৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৩ অক্টোবর) সরাইল ২৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বিকেলে তাকে আটক করা হয়। মনিকা রায় ভারতের পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া গ্রামের প্রেম লাল রায়ের স্ত্রী।

ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, প্রায় চার মাস আগে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন মনিকা রায়। পরে নোয়াখালীর হাতিয়ায় মেয়ের বাড়িতে অবস্থান নেন তিনি। মেয়ের বাড়ি বেড়ানো শেষে মঙ্গলবার ট্রেনযোগে আখাউড়া রেলস্টেশনে আসেন। এ সময় দুই দালালের সহযোগিতায় পাঁচ হাজার টাকার বিনিময়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি। পরে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়