ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৩ অক্টোবর ২০২৪  
আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার আশুলিয়ায় বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গিল্ডান বাংলাদেশ গ্রুপের এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এ আন্দোলনের জের ধরে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে নয়ারহাট এলাকায় সড়কের চারটি লেনেই অবস্থান নেয় কয়েকশত শ্রমিক। বেলা আড়াইটার দিকে তারা সড়ক ছেড়ে যায়।  

শ্রমিকরা জানান, গিল্ডান গ্রুপের আরও তিনটি কারখানা রয়েছে। এ সব কারখানায় বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও এসডিএসের শ্রমিকরা তা পাচ্ছে না। বিষয়টি নিয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও দাবি মেনে নেয়নি। এরই জেরে তারা আন্দোলনে নামেন। তারা মাসিক বেতন ২৪ হাজার ৫০০ টাকা, ভাতা ৩৮০ টাকা, মেডিকেল ছুটিসহ ১৪ দফা দাবি তুলে ধরেন।

আরো পড়ুন:

শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে এ সড়কে চলাচলরত সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার মধ্য দিয়ে অসন্তোষ সমাধানের চেষ্টা চলছে।
 

সাব্বির/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়