ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সাবেক এমপি রশীদুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২৩ অক্টোবর ২০২৪  
সাবেক এমপি রশীদুজ্জামান ৩ দিনের রিমান্ডে

গ্রেপ্তার রশীদুজ্জামান

মারধর ও লুটপাটের মামলায় খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল ইসলাম তাকে রিমান্ডের আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী সাইফুদ্দিন সুমন ও ইকরামুল হক জানান, তারা মারধর ও লুটপাটের মামলার আসামি রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

আরো পড়ুন:

আসামিপক্ষের আইনজীবী তৈয়েব হোসেন নূর জানান, গত ২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় উপজেলার আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারধর ও মালামাল লুটপাটের ঘটনায় গত ২৬ আগস্ট মামলা রেকর্ড হয়। মামলার এজাহারে উল্লেখিত সময়ে রশীদুজ্জামান সংসদ সদস্য ছিলেন না।

গত ২৬ আগস্ট মামলা দায়ের করেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে ও বিএপির ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান। গত ১৬ অক্টোবর পটুয়াখালী থেকে রশীদুজ্জামানকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।
 

নুরুজ্জামান/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়