ঝালকাটিতে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রস্তুতি
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা প্রাশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। এতে জেলা প্রশাসক আশরাফুর রহমান সভাপতিত্ব করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয়ের জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ৫ লাখ টাকা এবং জরুরি মুহুর্তে বিতরণের জন্য ৪০০ মেট্রিক টন চাল মজুদ আছে।
অলোক/বকুল