ঢাকা     বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৮ ১৪৩১

ঘূর্ণিঝড় দানা

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের মাইকিং

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২৩ অক্টোবর ২০২৪  
কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের মাইকিং

পায়রা বন্দরের ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় দানা। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার পরে আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বিক্ষুব্ধ হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। তাই সৈকতে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। 

বুধবার সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে মাইকিং করে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। এ ছাড়া পর্যটকরা যেন উত্তাল সমুদ্রে নামতে না পারে, এজন্য সৈকতে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। দিনভর ট্যুরিস্ট পুলিশের এমন তৎপরতায় কুয়াকাটায় আগত বেশিরভাগ পর্যটক বর্তমানে আশ্রয় নিয়েছে হোটেল বা মোটেলে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওয়নের দায়িত্বরত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘ঘূর্ণিঝড় দানার কারণে যেহেতু সাগর উত্তাল হয়ে উঠেছে, তাই ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকেই পর্যটকরা যেন উত্তাল সমুদ্রে নামতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। তবে সন্ধ্যার পর পরই বেশির ভাগ পর্যটকই হোটেল মোটেলে অবস্থান নিয়েছে।’

ইমরান/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়