ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘দানা’র প্রভাবে বরগুনায় নদ-নদীর পানি বৃদ্ধি

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:০০, ২৪ অক্টোবর ২০২৪
‘দানা’র প্রভাবে বরগুনায় নদ-নদীর পানি বৃদ্ধি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরগুনায় নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকে বরগুনা উপকূলে ভারী বর্ষণ শুরু হয়েছে। সেই সঙ্গে থেমে থেমে ঝড়ো বাতাস বইছে। বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. রাকিব বলেন, ভারী বর্ষণে পায়রা, বলেশ্বর ও বিষখালি নদীর পানি বাড়ছে। ফলে জেলার বেড়িবাঁধের ৬টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা জিও ব্যাগ প্রস্তুত রেখেছি।

ইমরান/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়