ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, প্রস্তুত ৩৬৯ আশ্রয়কেন্দ্র
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাগেরহাটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে উপকূলজুড়ে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, জেলার মোংলা মোড়েলগঞ্জ শরণখোলা ও রামপাল উপজেলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বাগেরহাটে মোট ৩৬৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জেলায় ৮০০ মেট্রিকটন চাল, নগদ ১৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য পাঁচ লাখ ও গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা নগদ বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়াও মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য ৫০৫ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন বলেও জানান তিনি।
শহিদুল/ইমন
- ১ মাস আগে ভেঙে যাওয়া ঘর কীভাবে তুলবেন, জানেন না দুলালরা
- ১ মাস আগে ঘূর্ণিঝড় ‘দানা’: ঢাকায় বৃষ্টি, উপকূলে ঝড়ো হাওয়া
- ১ মাস আগে ঘূর্ণিঝড় দানা: বরগুনায় গাছ ভেঙে পড়ে নিহত ১
- ২ মাস আগে দানার প্রভাবে বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় উপকূলবাসী
- ২ মাস আগে ঘূর্ণিঝড় দানা: সতর্কতা না মেনে সৈকতে পর্যটক
- ২ মাস আগে ‘দানা’র ঢেউয়ে দুই খণ্ড ইনানী জেটি
- ২ মাস আগে উপকূল থেকে ১০ লাখের বেশি মানুষকে সরিয়ে নিচ্ছে ওড়িশা
- ২ মাস আগে ‘দানা’র প্রভাবে খুলনায় বৃষ্টি, প্রস্তুত ৬০৪ আশ্রয়কেন্দ্র
- ২ মাস আগে ‘দানা আতঙ্কে’ বরগুনার কৃষকরা
- ২ মাস আগে ঘূর্ণিঝড় ‘দানা’ : সাতক্ষীরায় প্রস্তুত ৮৮৭ আশ্রয়কেন্দ্র
- ২ মাস আগে ‘দানা’র প্রভাবে বরগুনায় নদ-নদীর পানি বৃদ্ধি
- ২ মাস আগে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বরিশালের ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- ২ মাস আগে পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দূরে ‘দানা’
- ২ মাস আগে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘দানা’
- ২ মাস আগে সাতক্ষীরায় ‘দানা’র প্রভাবে বৃষ্টি, নদীতে পানি বৃদ্ধি