ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

চট্টগ্রামে টায়ার ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:১৭, ২৪ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে টায়ার ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় টায়ার ফ্যাক্টরিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের একাধিক স্টেশনের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

রেজাউল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়