ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

চুয়াডাঙ্গা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৪ অক্টোবর ২০২৪  
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

চুয়াডাঙ্গায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো মুসল্লি যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সার্কিট হাউজ সংলগ্ন মাঠে আলেম ও দায়ীদের বয়ানের মাধ্যমে ফজরের নামাজের পর ইজতেমার মূল পর্ব শুরু হয়।

আয়োজকরা জানান, ইজতেমায় তাবলিগের মূল শিক্ষা, দাওয়াত ও তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিদের জন্য নামাজ, ইবাদত ও কোরআন তেলাওয়াতের পাশাপাশি বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী শনিবার ইজতেমার সমাপনী দিনে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হবে। 

মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়