ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঘূর্ণিঝড় দানা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ 

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২৪ অক্টোবর ২০২৪  
ঘূর্ণিঝড় দানা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা উপকূলের দিকে ধেঁয়ে আসছে। উপকূল এলাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে। শুরু হয়েছে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস। এ কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।  

নরসিংহপুর ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় দানা উপকূলের দিকে ধেঁয়ে আসায় কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেরিগুলো ফেরিঘাটে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। 

আরো পড়ুন:

আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

আকাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়