ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

 ঘূর্ণিঝড় দানা: চাঁদপুর থেকে নৌযান চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ২০:৪৫, ২৪ অক্টোবর ২০২৪
 ঘূর্ণিঝড় দানা: চাঁদপুর থেকে নৌযান চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা স্থলভাগের দিকে ধেঁয়ে আসছে। যার প্রভাবে চাঁদপুরে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। নদীতে তীব্র ঢেউ ও ঝড়ো বাতাস থাকায় চাঁদপুর থেকে সব রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান।

সকাল থেকে ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল করলেও নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রাবাহী ছোট নৌযান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌ-বন্দর কর্তৃপক্ষ। 

আরো পড়ুন:

ঘূর্ণিঝড় দানার কারণে চাঁদপুর নদীবন্দরে ৩ নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুরে সকাল থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর ১টার পর থেকে ভারী বর্ষণ ও বাতাসের তীব্রতা বাড়ে। সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। 

চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান জানান, সকাল থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাব না থাকায় ঢাকা-চাঁদপুর রুটে নৌযান চলাচল করে। তবে চাঁদপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করা ছোট নৌযান বন্ধ রাখা হয়। দুপুরে হঠাৎ বৃষ্টি ও বাতাস শুরু হলে সব রুটে নৌযান চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুর উপকূলীয় এলাকার আওতায় থাকায় ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় দানার কারণে চাঁদপুরে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি শুরু হচ্ছে। এ বৃষ্টি আগামীকাল বিকেল পর্যন্ত চলমান থাকবে।
 

জয়/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়