ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

শর্ত সাপেক্ষে চাঁদপুর-ঢাকা নৌরুটে চলছে লঞ্চ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৫ অক্টোবর ২০২৪   আপডেট: ০৮:৩৮, ২৫ অক্টোবর ২০২৪
শর্ত সাপেক্ষে চাঁদপুর-ঢাকা নৌরুটে চলছে লঞ্চ

ফাইল ফটো

শর্ত সাপেক্ষে চাঁদপুর-ঢাকা নৌরুটে চলছে লঞ্চ। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর লঞ্চঘাটের টিআই মো. মাহাতাব। এর আগে, মধ্যরাতে লঞ্চ চলাচল শুরু হয়।

তিনি বলেন, সব লঞ্চ চলাচলের অনুমতি নেই। যেসব লঞ্চ শর্তের মধ্যে পড়েছে শুধুমাত্র সেগুলো ঢাকা-চাঁদপুর নৌরুটে চলাচল করছে।

শর্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব লঞ্চের ফিটনেস রয়েছে এবং লম্বায় ৬৫ ফিট দৈর্ঘ্য; শুধুমাত্র সেগুলোই চলাচল করতে দেওয়া হচ্ছে। এখনো ছোট লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

আরো পড়ুন:

যাত্রীরা বলছেন, লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে এসে কিছুটা বিপদে পড়েছিলাম। পরে বড় লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়ায় এখন অনেকটা স্বস্তি পাচ্ছি।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

অমরেশ/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়