আখাউড়ায় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সুজন কান্তি দে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় সুজন কান্তি দে (৪৪) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাসিম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সুজন কান্তি দে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থ পাচারের অন্যতম সহায়তাকারী বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সুজন কান্তি দে চট্টগ্রামের আনোয়ারা থানার মালঘর গ্রামের বাসিন্দা। তিনি ২৩ বছর ধরে এস আলম গ্রুপে সিনিয়র ডেলিভারি কর্মকর্তা হিসেবে কর্মরত। সুজন কান্তি দে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থ পাচারে সহায়তা করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়মিত মামলা রয়েছে। তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রেজাউল/মাসুদ