ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নড়াইলে গরু ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৫ অক্টোবর ২০২৪  
নড়াইলে গরু ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের বাগ শ্রীরামপুর গ্রামের গরু ব্যবসায়ী জহুর মোল্যাকে (৬০) মারধর করে এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে কয়েকজন ব্যক্তি বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে পাশে নাওরা গ্রামের আইয়ুব আলীর বাড়ির সামনে তার ওপর হামলা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

ভুক্তভোগী জহুর মোল্যা বলেন, ‘গরু কেনার জন্য আজ শুক্রবার সকালে বাড়ি থেকে পাশের গোয়ালবাথান গ্রামে যাচ্ছিলাম। নাওরা গ্রামের মশিয়ার, আহাদ, আক্তার ও রসুল মোল্যা আমার ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে পিটিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা গরু কেনার এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।’ 

আরো পড়ুন:

অভিযুক্ত আহাদ মোল্যা বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নয়। শুনেছি, জহুরের ছোট ভাই জিয়া মোল্যা মশিয়ারকে মারধর করেছেন। এ কারণে মশিয়ার রহমান তাকে মারধর করতে পারেন।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুল ইসলাম জানান, হামলার বিষয়টি জানার  পর ঘটনাস্থল পুলিশ সদস্যরা পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকে পুলিশ চেষ্টা করছে।

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়