ঢাকা     শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৪ ১৪৩১

নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা, জলাবদ্ধতায় ভোগান্তি 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৬ অক্টোবর ২০২৪  
নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা, জলাবদ্ধতায় ভোগান্তি 

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় দীর্ঘদিন যাবত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়াও প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে দুর্ভোগ লাঘবে ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, সদস্য নিরব হাসান কাওছার, মো. মারুফ সিদ্দিকী প্রমুখ। এ সময় স্থানীয় এলাকাবাসী, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ড্রেনের মুখ বন্ধ করায় প্রায় তিন বছর যাবত সারা বছরই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও ইতিপূর্বে এ এলাকায় ড্রেনের কাজ আসলে সাবেক কাউন্সিলর সেই কাজ পার্শ্ববর্তী বোয়ালী এলাকায় করেছেন। আমরা পৌর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এখানকার স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ আশে পাশের প্রায় আট হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবে ব্যবস্থা না নিলে পৌরসভা ঘেরাওসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন তারা।

কাওছার/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়