ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

মিলাদে দাওয়াত না পাওয়ায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৩৩, ২৬ অক্টোবর ২০২৪
মিলাদে দাওয়াত না পাওয়ায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

চাঁদপুর সদর উপজেলার মৈশাদি ইউনিয়নে জেলা বিএনপির সভাপতির সুস্থতা কামনায় মিলাদে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মৈশাদি বাজার মসজিদে মিলাদ শেষে সড়কের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মৈশাদীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মনির হোসেন (৩৫), স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম বেপারী (৩০), মাজহারুল ইসলাম (১৮), যুবদল সদস্য কবির মুন্সী (২৬) ও অটোরিকশাচালক শাহীন (২৮)। এদের মধ্যে গুরুতর আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

স্থানীয় বিএনপি নেতারা জানান, মৈশাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনসহ বিএনপির আরও কয়েকজনের একটি গ্রুপ জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। ওই অনুষ্ঠানে বিএনপির অঙ্গসহযোগী সংগঠন এবং বেশ কয়েকজন নেতাকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে আরেক গ্রুপের নেতা সালাউদ্দিন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শিলন্দিয়া থেকে নেতাকর্মীদের শোডাউন নিয়ে মৈশাদি বিএনপি কার্যালয়ে যান। সেখানে দাওয়াত না দেওয়ার বিষয় নিয়ে দুই কর্মীর সঙ্গে কথা-কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষ দলবল নিয়ে প্রভাব বিস্তারে দেশীয় অস্ত্রের মহড়াসহ লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টাধাওয়ার মধ্য দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। 

মনির নামের বিএনপির এক কর্মী বলেন, ‌স্বপন ও খোকনসহ অন্য নেতারা জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের লোক। তারা আমাদের ওপর হামলা করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, পুরো ঘটনাটি ওদের কারণে ঘটেছে। ওরা বিএনপি সংগঠনটার ঐক্যতা চায় না। 

অপর গ্রুপের ইউনিয়ন বিএনপি নেতা স্বপন বলেন, এটা অনাকাঙ্ক্ষিত তুচ্ছ ঘটনা এবং দুঃখজনক। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অমরেশ/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়