ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

সুনামগঞ্জ

ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলন রোধে বাল্কহেড দিয়ে ব্যারিকেড

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:০৯, ২৬ অক্টোবর ২০২৪
ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলন রোধে বাল্কহেড দিয়ে ব্যারিকেড

সুনামগঞ্জের ধোপাজান নদী থেকে বালু-পাথর উত্তোলন রোধে বাল্কহেড দিয়ে ব্যারিকেড তৈরি করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় এলাকায় নদীর প্রবেশমুখে এ ব্যারিকেড তৈরা করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, সম্প্রতি ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করছিল একটি চক্র। কয়েক দফায় অভিযান চালিয়েও তা বন্ধ করা যায়নি। শুক্রবার বিকেলে নদীর প্রবেশমুখে তিনটি বাল্কহেড দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এর ফলে অবৈধভাবে বালু-পাথর বহনকারী নৌকা নদীতে প্রবেশ বা বের হতে পারবে না।

তবে এতে স্থানীয় লোকজনের যাতায়াতে কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য সামান্য পথ খোলা রাখা হয়েছে।

মনোয়ার/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়