ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

মাগুরায় ধসে পড়েছে সেতুর একাংশ, খুলনা-ঢাকা সড়কে যান চলাচল ব্যাহত

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৫১, ২৬ অক্টোবর ২০২৪
মাগুরায় ধসে পড়েছে সেতুর একাংশ, খুলনা-ঢাকা সড়কে যান চলাচল ব্যাহত

মাগুরা শহরের নবগঙ্গা নদীতে নির্মিত সেতুর একাংশ ধসে পড়ায় খুলনা-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে

মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় নবগঙ্গা নদীতে নির্মিত সেতুর একাংশ ধসে পড়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নবগঙ্গা সেতুর উইংওয়ালের একটি অংশ ধসে পড়ে। বৃষ্টির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের  প্রকৌশলী। ফলে খুলনা-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

মাগুরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৫৬ সালে নবগঙ্গা নদীর ওপর এই সেতুটি নির্মিত হয়। এর পাশেই একটি স্লুইসগেট আছে। সেটি সরকারের কেপিআই প্রতিষ্ঠান।

স্থানীয় বাসিন্দা আলীম শেখ  বলেন, ‌‘সেতুর একাংশ ধসে পড়ায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে মাগুরা শহরে যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর ওই অংশ ধসে পড়ার পর সেখানে থাকা বিদ্যুতের খুঁটিও হেলে পড়েছে। এই সেতু অকেজো হয়ে গেলে খুলনা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাবে।’

আরো পড়ুন:

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) মাগুরা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে একটু দূরে নতুন একটি বিদ্যুতের খুঁটি স্থাপন করে লাইন প্রতিস্থাপনের কাজ শুরু করেছি।’

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘বৃষ্টিতে পুরাতন এই সেতুর উইংওয়ালের একটি অংশ ধসে পড়ে। দুর্ঘটনা এড়াতে খুলনা-ঢাকা মহাসড়কের এই অংশে যান চলাচল এক লাইনে সীমিত করা হয়েছে। উইংওয়ালের ধসে পড়া অংশ জিও ব্যাগ দিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়