ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় সেগুন কাঠ উদ্ধার

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৬ অক্টোবর ২০২৪  
কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় সেগুন কাঠ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় প্রায় ৪৮ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ অক্টোবর) ভোরের দিকে বরকল উপজেলার বড় হরিণ সীমান্তবর্তী চেকপোস্ট এলাকার কর্ণফুলী মোহনার কাপ্তাই হ্রদ থেকে এই কাঠ উদ্ধার করে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বরকল উপজেলার বড় হরিণার সীমান্তবর্তী চেকপোস্ট এলাকার কর্ণফুলী মোহনার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় সেগুন গোল কাঠ দেখতে পান বিজিবি’র ১২ ব্যাটালিয়নের সদস্যরা। পরে তারা পানি থেকে কাঠগুলো উদ্ধার করেন।

রাঙামাটি বিজিবি’র ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, পাচারকারীরা সেগুন কাঠগুলো পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। হ্রদের আশপাশে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। কাঠগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকত কাঠ বন বিভাগকে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন:

শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়