ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘হাসিনা ও আ.লীগের বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহি করতে হবে’

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৩৬, ২৬ অক্টোবর ২০২৪
‘হাসিনা ও আ.লীগের বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহি করতে হবে’

নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে গণসমাবেশে মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘মনে রাখতে হবে আগস্টের বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আগস্টের বিপ্লব ব্যর্থ হলে কোনো বাংলাদেশি বাংলাদেশে থাকতে পারবে না। তাই সবাইকে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা করতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে।’

শনিবার (২৬ অক্টোবর) নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।  

অন্তর্বতী সরকারকে মামুনুল হক বলেন, ‘অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। আপনাদের যে দায়িত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর জন্য রোডম্যাপ ঘোষণা করুন। আগামী নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করুন।’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘সব জায়গায় ষড়যন্ত্র জাল উঠছে। তাই গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো আমাদের মধ্যে পারস্পরিক বিরোধ ও প্রতিযোগিতার সময় তৈরি হয়নি।’

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউছুফ আশরাফ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির খুরশিদ আলম কাশেম, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী প্রমুখ।  

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়