ঢাকা     রোববার   ২৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১১ ১৪৩১

জামায়াতের উপর হামলা-হত্যার বিচার দাবিতে আলোচনাসভা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২৬ অক্টোবর ২০২৪  
জামায়াতের উপর হামলা-হত্যার বিচার দাবিতে আলোচনাসভা

রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নৃশংস হামলা ও কর্মীদের হত্যার বিচারের দাবিতে শেরপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শেরপুর পৌর অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী, শেরপুর শহর শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মু. রাশেদুল ইসলাম।

শহর জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল বাতেন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মু. আশরাফুজ্জামান মাসুম প্রমুখ।

আরো পড়ুন:

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ নৃশংস ঘটনার বিচার ও খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।  
 

তারিকুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়