ঢাকা     রোববার   ২৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১১ ১৪৩১

টঙ্গীতে পরিত্যক্ত গুদামের ছাদ ধসে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:০৩, ২৭ অক্টোবর ২০২৪
টঙ্গীতে পরিত্যক্ত গুদামের ছাদ ধসে যুবকের মৃত্যু

ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত গুদামের ছাদ ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে টঙ্গীর মরকুন টিএন্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আমিন (২২)। তিনি টঙ্গীর টিএন্ডটি এলাকায় বাস করতেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ধসে পড়া গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। সম্প্রতি কয়েক দফায় এই গুদামে লুটের ঘটনা ঘটে। শনিবার রাতেও কয়েকজন ব্যক্তিকে গুদামের আশপাশে দেখা যায়। ধারণা করছি, তারা গুদামের ছাদ ভেঙে রড ও মালামাল লুট করতে এসেছিল। সে সময় ছাদ ধসে একজনের মৃত্যু হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিস জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় এক যুবকের নিথর দেহ পাওয়া যায়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ বলেন, নিহত যুবকের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়