ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:১৫, ২৭ অক্টোবর ২০২৪
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব হোসেন (২২) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। 

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে দামুড়হুদা কাচা বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত রাকিব হোসেন দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে ও দামুড়হুদা ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 

পুলিশ জানায়, নিহত রাকিব হোসেন মোটরসাইকেলযোগে দামুড়হুদা কাচা বাজারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্হলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে  নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়