ঢাকা     রোববার   ২৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১১ ১৪৩১

পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:২৭, ২৭ অক্টোবর ২০২৪
পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

ফাইল ফটো

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের হাত থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। শনিবার (২৬ অক্টোবর) উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম ফিরোজ (৪০)। তিনি উপজেলার দক্ষিণ সোলাপাড়া গ্রামের বাসিন্দা ও চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, শনিবার আসামি ফিরোজকে গ্রেপ্তারে যান তাড়াশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মন্টু মিয়া ও কনস্টেবল সনাতন দাস। পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় স্বজনরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আসামিকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়। এরপর খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আসামির স্বজনদের থানায় ডাকা হয়েছে। তারা হাজির না হলে এ ঘটনায় নিয়মিত মামলা হবে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি অবগত হয়েছি। পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রাসেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়