ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ফুটবলের ভেতর দুই কোটি টাকার হেরোইন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:৫০, ২৭ অক্টোবর ২০২৪
ফুটবলের ভেতর দুই কোটি টাকার হেরোইন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। মাদক কারবারিদের ফেলে যাওয়া ফুটবলের ভেতর পাওয়া যায় এসব হেরোইন। 

র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। এর আগে শনিবার রাত ৯টার দিকে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার সরমংলা গ্রামে এ অভিযান চালায়। 

র‌্যাব জানায়, মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে যাবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সরমংলা মহল্লার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় যান। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের কাছে থাকা একটি ফুটবল ফেলে পালিয়ে যায়।

এ সময় র‌্যাব সদস্যরা ফুটবলটি উদ্ধার করে দেখেন, অভিনব কায়দায় ফুটবলের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল ২ কেজি ১০০ গ্রাম হেরোইন। এ নিয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

কেয়া/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়