ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যালের চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:২২, ২৭ অক্টোবর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যালের চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ঘাটুরা এলাকায় অবস্থিত মেডিক্যাল কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডা. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়ার মৃত আ. খালেক মিয়ার ছেলে। 

ডা. আবু সাঈদ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া সভাপতি।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন রাইজিংবিডিকে বলেন, গত শুক্রবার ২৪০ জনকে আসামি করে শেরপুরের বাসিন্দা আনিছুর রহমান বাদী হয়ে সদর থানায় নাশকতা ও বিস্ফোণ আইনে মামলা করেন। এই মামলায় ডাক্তার আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়