ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

উপজেলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ২৭ অক্টোবর ২০২৪  
উপজেলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা 

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা পরিষদের নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মোস্তফা তারেক রবিন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে রামগঞ্জ পৌর শহরের আঙ্গারপাড়া এলাকায় উপজেলা পরিষদে এ দুর্ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কী কারণে ব্যাংক কর্মকর্তা এমন ঘটনা ঘটিয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

আরো পড়ুন:

মারা যাওয়া রবিন রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। 

এলাকাবাসী জানান, আজ বিকেল ৩টার দিকে ব্যাংক কর্মকর্তা রবিন উপজেলা পরিষদের নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা রবিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ওসি আবুল বাশার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে ব্যাংক কর্মকর্তা এমন ঘটনা ঘটিয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়